প্রবল বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা

শিলিগুড়ি, ২০ জুলাই: প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি মহকুমার নানা এলাকা। গতকাল থেকে বৃষ্টির জেরে বিধাননগরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।


বেশকিছু গ্রামে বাড়ি বাড়িতেও জল ঢুকে যাওয়ায় সমস্যায় কয়েকশো পরিবার। কয়েকটি চা বাগানও জলমগ্ন হয়ে পড়েছে।


এদিকে শিলিগুড়ি পুরনিগমের বেশকয়েকটি ওয়ার্ডেও জল জমে গিয়েছে। হায়দারপাড়া, অশোকনগর, চয়নপাড়া, দেবাশীষ কলোনি সহ পার্শ্ববর্তী আরও বেশকিছু এলাকারও একই অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *