কোচবিহার, ১৪ জুলাইঃ পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জেরে জলমগ্ন তুফানগঞ্জ।বিপর্যস্ত জনজীবন। লাগাতার বৃষ্টিতে কোচবিহারের নদীগুলিতেও বেড়েছে জল।রাতভর বৃষ্টিতে ফুঁসছে রায়ডাক নদী।বন্যার আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা।
জানা গিয়েছে, কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি ২০৫ নম্বর বুথ এলাকার মানুষ বাড়িতে জল ঢুকে পড়ায় আশ্রয় নিয়েছেন উচু জায়গায় ও স্থনীয় স্কুলে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয় গোটা এলাকা।এলাকার পরিবারগুলিকে আশ্রয় নিতে হয় পার্শ্ববর্তী কোন স্কুল বা ভবনে। বারংবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।
এই বিষয়ে ২০৫ নং বুথের সদ্য জয়ী তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা লিনা সেন সরকার বলেন, এখনও আমাদের বোর্ড গঠন হয়নি।বোর্ড গঠন হলে পরে রাস্তাঘাট এবং নদী বাঁধের জন্য আবেদন করবো।
অন্যদিকে বিজেপির অভিযোগ, বিধায়ক, এমপি’র টাকা ব্যবহার করছে না তৃণমূল কংগ্রেস।তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাগরে ডুবে গেছে।তাই তারা কোথায় উন্নয়ন করতে হয় কোথায় উন্নয়ন করতে হয় না সেটা তারা বুঝতে পারছে না।