শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির জলপাইমোড়ে একটি গ্যারেজে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।চুরি গিয়েছে গাড়ি মেরামতের বিভিন্ন যন্ত্রাংশ।
জানা গিয়েছে, প্রতিদিনের মত আজ সকালেও দোকান খোলেন মালিক দিলীপ সাহানি।সেইসময় দেখতে পান দোকানের কাঠের মেঝে কাটা অবস্থায় রয়েছে।এরপরই নজরে আসে চুরির ঘটনা।দোকান থেকে গাড়ি মেরামতের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে চম্পট দিয়েছে চোর।ঘটনার পর খবর দেওয়া শিলিগুড়ি থানার পুলিশকে।পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে জলপাইমোড়ে লাগানো সিসিটিভি ক্যামেরাও খারাপ রয়েছে।এধরণের চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।