জলপাইগুড়ি, ৬ জুলাইঃ জলপাইগুড়ির রায়কতপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সকালে রায়কত পাড়ার বাসিন্দা জুতো ব্যবসায়ী হরেকৃষ্ণ সাহার বাড়ির নিচতলায় আগুন লাগে।বাড়ির নিচতলায় প্রচুর পরিমানে প্লাস্টিকের জুতো মজুত করা ছিল। জুতোর প্যাকেটে আগুন লেগে যাওয়ার মূহুর্তের মধ্যে আগুন তীব্র আকার ধারন করে।
তড়িঘড়ি খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল বিভাগে।দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।দমকলকর্মীদের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান জলের পাম্প থেকে শর্ট সার্কিট এর কারণে আগুন লাগতে পারে।অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী হরেকৃষ্ণ সাহা।