জলপাইগুড়ি, ২৭ জুলাইঃ করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে ফের পাঁচ দিনের লকডাউন শুরু হল জলপাইগুড়ি ।
প্রশাসনের তরফে জানানো হয়েছে লকডাউন চলাকালীন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বাজার ও মুদির দোকান খোলা থাকবে। এছাড়াওওষুধের দোকান ছাড়া অন্যান্য সমস্ত দোকান ও গণপরিবহণ বন্ধ থাকবে।
সোমবার বেলা বাড়তেই জলপাইগুড়ি শহরে মানুষের ভিড় ছিল যথেষ্ট। এদিন কোতোয়ালি থানায় আইসি বিপুল সিনহার নেতৃত্বে পুলিশবাহিনী অভিযানে নামে। খোলা দোকান বন্ধ করা হয়। লকডাউন চলাকালীন লাগাতার পুলিশের নজরদারি চলবে বলে জানা গিয়েছে।