জলপাইগুড়ি, ১৯ এপ্রিলঃ করোনার প্রকোপ হুহু করে বেড়েই চলছে।এই পরিস্থিতির কথা মাথায় রেখে বড় পদক্ষেপ গ্রহণ করল জলপাইগুড়ির অশোকনগর বাসন্তী পুজো কমিটি।ঝাঁকজমক করে পুজোর আয়োজন না করে এক ক্যান্সার রোগীর দিকে সাহায্যের করা হবে বলে জানা গিয়েছে।
কমিটির সদস্যরা জানান, পুজোয় অনেক লোক সমাগম হয়।পাশাপাশি অনেক অর্থব্যয় হয়।করোনা সংক্রমণ এড়াতে এবারে ছোটো করেই পুজোর আয়োজন করা হয়েছে।পুজোর চাঁদার টাকায় এক ক্যান্সার রোগীর সাহায্য করা হবে।এবারে তাদের পুজো ১৭ তম বর্ষে পদার্পণ করল। প্রশাসনের কাছ থেকে কোভিডবিধি মেনে পুজোর অনুমতি পেলেও পুজো বড়ো করে করবেন না বলে জানিয়েছেন পুজো কমিটি।