জলপাইগুড়ি, ২২ আগস্টঃ জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী জমি থেকে মাটি চুরির অভিযোগ।অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তে নামল পুলিশ-প্রশাসন।শনিবার বিষয়টি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেজিস্ট্রার ও জেলাশাসক।
জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে ৪০ একর জমি রয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের।স্থায়ী বেঞ্চ তৈরির জন্য ইতিমধ্যেই এই জমি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার।
সীমানা প্রাচীরের কাজ শুরু হলেও লকডাউনের কারণে মাঝপথেই কাজ থমকে যায়।অভিযোগ, সেই জমিতে ঢুকে মাটি কেটে নিয়ে পাচার করে দেওয়া হচ্ছে।এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেজিস্টার সিদ্ধার্থ কাঞ্জিলাল, জেলাশাসক অভিষেক তিওয়ারি, পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ প্রতিনিধি দল।
এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন তারা।ইতিমধ্যেই সুয়োমোটো মামলা দায়ের করেছে পুলিশ।বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নজরে আনা হবে বলে জানা গিয়েছে।
siliguri news