আগামী ১৭ জানুয়ারি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের  নবনির্মিত ভবনের উদ্বোধন, প্রস্তুতি খতিয়ে দেখলেন শিলিগুড়ির মেয়র

জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি: আগামী ১৭ জানুয়ারি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের  নবনির্মিত ভবনের উদ্বোধন হতে চলেছে।উদ্বোধনের আগে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে নতুন ভবন।তার‌ প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
এদিন মেয়রের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। ভবনের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা।জানা গিয়েছে, ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 
এদিন মেয়র গৌতম দেব বলেন, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ চালু করা হয়। সার্কিট বেঞ্চের ভবন নির্মাণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের যাতে কলকাতায় ছুটতে না হয়, এজন্য জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *