জলপাইগুড়ি, ১৩ জুলাইঃ জলপাইগুড়ি শহর ও জেলার বিভিন্ন প্রান্তের জলমগ্ন এলাকা পরিদর্শন করে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ জয়ন্ত রায়।
রবিবার রাতে শহরের পরেমমিত্র কলোনির নিচ মাঠ, দিনবাজার এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
সাংসদের অভিযোগ, জলমগ্ন এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেনি প্রশাসন। জলে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের কাজেও নামেনি প্রশাসন। এদিন আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য সদর মহকুমাশাসককে বিষয়টি জানান। এছাড়াও সকলের জন্য খাবারের ব্যবস্থা করেন তিনি।
সাংসদ বলেন, বয়েলখানা বাজার সহ প্রায় সব জায়গা জলমগ্ন। উচু জায়গাতে যাঁরা আশ্রয় নিয়েছেন তাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা নেই। আমি নিজে প্রশাসনকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বলেছি। যাঁরা আটকে রয়েছে তাদের উদ্ধার করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।