জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জলপাইগুড়ি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস।
জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করেন।
পিনাকী সেনগুপ্ত বলেন, জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেডে ২০০ জন কর্মী যাবেন।এর পাশাপাশি ৮ ই মার্চ জলপাইগুড়ি শহরে বিরাট কর্মীসভা করতে চলেছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস।তিনি আরও বলেন, জেলা সভাপতির পদে আসিন হবার ৩ মাসের মধ্যেই তিনি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে সক্ষম হয়েছেন।জলপাইগুড়ি জেলার ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে।৩১২টি দলের অঞ্চল কমিটিও ঘোষণা করা হয়েছে।