করোনার বিরুদ্ধে লড়তে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে খাদ্যতালিকা প্রকাশ

জলপাইগুড়ি, ১৮ জুলাইঃ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে শনিবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি খাদ্য তালিকা প্রকাশ করা হল। এই খাদ্যতালিকা প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 


স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য তালিকার খাবার সাধারণ মানুষকে খাওয়ার জন্য আবেদন করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে বলে দাবি উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুশান্ত রায়ের।


জানা গিয়েছে, এই তালিকায় সাধারণ কিছু খাবার খাওয়ার কথা বলা হয়েছে৷ তালিকায় রয়েছে ভাত, রুটি, ছাতু, ডাল, সব্জি, চা,ও দুধ জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়েছে। এই খাদ্য তালিকা উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত প্রথম।
খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তালিকা জেলার সমস্ত ব্লকের সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে।
আজ জলপাইগুড়ি সদর হাসপাতালে একটি অনুষ্ঠানের করে এই খাদ্যতালিকা প্রকাশ করেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুশান্ত রায়,জেলাশাসক অভিষেক তিওয়ারি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রমেন্দ্রনাথ প্রামানিক সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibom