জলপাইগুড়ি, ২৭ জুলাইঃ সাধারণ মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পরিষেবা দেওয়ার কাজ শুরু করল জলপাইগুড়ি লায়ন্স ক্লাব।
জানা গিয়েছে, সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ি অরবিন্দ পার্কে এই কথা ঘোষণা করেন লায়ন্স ক্লাবের সদস্যরা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
লায়ন্স ক্লাবের সদস্যরা জানান, আপাতত ১১টি সিলিন্ডার দিয়ে শুরু করা হয় এই মহৎ কাজ। ফিতা কেটে এই মহৎ কাজের উদ্বোধন করেন করেন আইপিএস অফিসার ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায় আগামীতেও এই ধরনের কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন লায়ন্স ক্লাবের ক্যাবিনেট সদস্য সুব্রত বাগচি।