জলপাইগুড়ি, ২৮ জুলাইঃ করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে ফের জলপাইগুড়ি পৌর এলাকায় শুরু হয়েছে ৫ দিনের লকডাউন।
প্রশাসনের তরফে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বাজার ও মুদির দোকান খোলা রাখার নির্দেশ দেওয়া হয় এবং জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য সমস্ত দোকান বন্ধ রাখার কথা বলা হয়। তবে মঙ্গলবার শহরের বিভিন্ন কাপড়ের দোকান খুলতে দেখা যায়।
এই বিষয়ে কাপড়ের দোকানের মালিকদের প্রশ্ন করা হলে তারা বলেন, শুধুমাত্র কাপড়ের দোকান বন্ধ আর সব খোলা এটা মেনে নেওয়া যায় না। আমরা পূর্ণ লকডাউন চাই। শহরে করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও ভিড় কমেছে না বলে জানান ব্যবসায়ীরা।
এদিন শহরের অন্যান্য বাজারগুলিতেওপ্রায় একই ছবি দেখা যায়। এই বিষয়ে পুলিশের তরফে জানানো হয় যে নজরদারি বাড়ানো হবে।