জলপাইগুড়ি, ১৮ আগস্টঃ পড়ুয়াদের বিক্ষোভের জেরে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কলেজ অধ্যক্ষ।যদিও ছাত্র ছাত্রীদের দাবি যতক্ষণ না বিশ্ববিদ্যালয় লিখিতভাবে পরীক্ষা বাতিলের সিন্ধান্ত জানাবে ততক্ষণ বিক্ষোভ আন্দোলন চলবে।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের চতুর্থ বর্ষের পরীক্ষা বাতিলের দাবিতে কলেজ অধ্যক্ষকে আটকে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। রাতভর কলেজ অধ্যক্ষ ও এক অধ্যাপককে ঘরে আটকে রাখা হয়।
পড়ুয়াদের দাবি, করোনা পরিস্তিতিতে রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।সেখানে পশ্চিমবঙ্গ হেলথ সাইন্সের বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা জলপাইগুড়ি ফার্মাসি কলেজে কিভাবে পরীক্ষা নিচ্ছে। ইতিমধ্যে এক ছাত্রের করোনার উপসর্গ দেখা দেয়৷এরফলে ছাত্র ছাত্রীরা আতঙ্কিত।এরপরই পরীক্ষা বাতিলের জন্য বিক্ষোভ শুরু করে।তাদের দাবী রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনার অনুযায়ী ৮০/২০ পদ্ধতিতে নম্বর দিতে হবে৷
মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক ডেপুটি ম্যাজিস্ট্যেটকে কলেজে পাঠানো হয়।দীর্ঘক্ষন আলোচনা হলেও তাদের দাবীতে অনড় ছাত্রীছাত্রীরা।