জলপাইগুড়ি, ৫ জুনঃ নিজেদের পরিবার ও প্রতিবেশিদের কথা মাথায় রেখে ফাঁকা মাঠে তাবু খাটিয়ে কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিল নেপাল থেকে জলপাইগুড়ির জমিদার পাড়াতে ফেরা ৫ শ্রমিক।গত ৪ দিন থেকে তাবুতে রয়েছে নেপাল থেকে ফেরা ওই ৫ শ্রমিক।
জানা গিয়েছে, লকডাউনের কারনে নেপালে আটকে পরে জলপাইগুড়ির জমিদার পাড়ার ৫ যুবক। তারা সকলেই নেপালে রাজমিস্ত্রীর কাজ করত। গত সোমবার নেপালের বৃত্তা মোড় থেকে ভারতে নিজের বাড়িতে ফেরার জন্য পায়ে হেটে রওনা দেয়। একটানা ১২ ঘন্টা হেঁটে বাগডোগরায় পৌছে সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে নিজেদের শারিরীক পরীক্ষা করায় তারা।
চিকিৎসকরা তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিলেও পরিবারের কথা মাথায় রেখে একটি ফাঁকা মাঠে প্লাস্টিকের তাবু খাটিয়ে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় ওই ৫ শ্রমিক।
পরিবার ও প্রতিবেশীরা খাবার পৌঁছে দিলেও নিজেরাও রান্না করে খাওয়ার খাচ্ছেন তারা।এদিকে নিজের পরিবার ও প্রতিবেশীদের কথা ভেবে এভাবে কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্তে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।