জলপাইগুড়ি, ১৭ আগস্টঃ নিয়ম মেনে জলপাইগুড়ি রাজবাড়িতে আয়োজিত হল ৫১৫ বছরের মনসা পূজা।মনসা পুজো উপলক্ষে ৫ দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে।
নিয়ম মেনে শনিবার থেকে তিনদিন ব্যাপী পুজো শুরু হয়েছে।পুজাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায়।পুজোয় উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্যরা।
রাজবাড়ির মনসা পুজো উপলক্ষে ৫ দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে।একসময় রাজবাড়ির মনসা পুজোর মেলাকে কেন্দ্র করে একমাস মেলা হত।
এই বিষয়ে রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, সকাল থেকেই পুজো শুরু হয়েছে।জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকা থেকে পূর্ণ্যার্থীরা এসেছেন।পাশাপাশি পাঁচ দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে।পুজোর পর থাকছে বিষহরি গান।