জলপাইগুড়ি, ১৮ আগষ্টঃ ৫১৪ বছরে পদার্পণ করলো জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পূজা।জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির ৫১৪ বছরের মনসা পুজো উপলক্ষে ৫দিন ব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে।
নিয়ম মেনে আজ সকাল থেকে শুরু হয়েছে পুজো।তিনদিন ধরে পুজো হবে।বিষহরি গানের আসরও বসতে চলছে। এদিন পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায়।সকাল থেকে পুজোয় উপস্থিত রয়েছেন রাজ পরিবারের সদস্যরা।
রাজবাড়ির মনসা পুজো উপলক্ষে প্রত্যেক বছর মিলন মেলা হয়ে থাকে।এবছরও মেলার আয়োজন করা হয়েছে।এক সময় প্রায় একমাস হত এই মেলা। রাজ্যের সব জেলার পাশাপাশি অসম থেকে অনেকেই আসতেন এই মেলায়।
এই বিষয়ে রাজ পুরোহিত শিবু ঘোষাল বলেন,মনসা পুজোর কোন খামতি রাখা হয়নি।সকাল থেকেই পুজো শুরু হয়েছে। জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা এসেছেন পুজো দেওয়ার জন্য।পুজোর পাশাপাশি পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।পুজোর পর থাকছে বিষহরি গান।