জলপাইগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব উদ্যোগ গ্রহন করল জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেস। রান্নার গ্যাস সিলিন্ডারের প্রতীকি বানিয়ে রাস্তার মাঝে খড়ি দিয়ে রান্না করলেন মহিলারা।
সোমবার শহরের থানা মোড় সংলগ্ন একটি গ্যাস সেন্টারের সামনে রাস্তার মাঝে রান্না করে প্রতিবাদ জানায় মহিলা কংগ্রেস কমিটি। এদিনের কর্মসূচি থেকে বিজেপি সরকারকে আক্রমণ করা হয়। রান্নার গ্যাসের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম প্রতিদিন বাড়ছে এই প্রতিবাদেও চলে আন্দোলন।
সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, টাউন ব্লকের কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত ছাড়াও মহিলা নেতৃত্বরা।
মহিলা কংগ্রেসের জেলার সভানেত্রী রুমা মুন্সি বলেন, “কেন্দ্রীয় সরকার যেভাবে সরকার চালাচ্ছেন এই ভাবে দেশ চলতে পারে না। অর্থনৈতিক অবস্থা প্রতিদিন ভেঙে যাচ্ছে। রান্না ঘরে আগুন ধরছে। রান্নার গ্যাসের দামের পাশাপাশি, পেট্রোল সহ সব কিছুর দাম বাড়ছে। পুরনো সময়ে চলে যাচ্ছি। এই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে”।