জলপাইগুড়ি, ২৬ এপ্রিলঃ শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত ও জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ১১০টি সিসি ক্যামেরা।
মঙ্গলবার জলপাইগুড়ির থানা মোড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সিসি ক্যামেরার উদ্বোধন করা হল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ অমিত পি জাভালগি, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
পুলিশ আধিকারিকেরা জানান, নজরদারি রাখার জন্য একটি কন্ট্রোল রুম করা হয়েছে।এই কন্ট্রোল রুম থেকে শহরের সমস্ত এলাকায় নজরদারি রাখা হবে।যানজট হোক বা অসামাজিক কাজ ২৪ ঘণ্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর।
এদিন সিসি টিভি ক্যামেরা উদ্বোধনের পাশাপাশি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।