জলপাইগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়ি শহরকে ডেঙ্গু থেকে রক্ষা করতে জলপাইগুড়িতে ফের শুকর ধরা অভিযান শুরু করল জলপাইগুড়ি পুরসভা।
জলপাইগুড়ির ৮ ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে শুকর ধরল পুরসভার কর্মীরা। আজ গোপন ভাবে এই শুকর ধরা অভিযানে নামেন পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল সৈকত চ্যাটার্জি।
সৈকত চ্যাটার্জি জানান, করোনা ভাইরাসের জন্য সবাই এখন আতঙ্কে রয়েছেন। শুকর বিভিন্ন ভাইরাস ছড়ায় তাই আমরা এই অভিযানে নেমেছি। পাশাপাশি এই অভিযান লাগাতার চলবে বলে জানান জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল সৈকত চ্যাটার্জি।