শিলিগুড়ি, ১৭ অক্টোবরঃ জলপাইগুড়ি থেকে নিখোঁজ মূক ও বধির যুবতীকে শিলিগুড়ি জংশন থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো প্রধাননগর থানার পুলিশ।
জানা গিয়েছে, জলপাইগুড়ির বাসিন্দা ১৮ বছর বয়সী ওই যুবতী আজ সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ঘটনার খবর দেওয়া হয়।
এদিকে আজ সকালে প্রধাননগর থানা পুলিশ জংশনে ওই যুবতীকে ঘোরাঘুরি করতে দেখে।জলপাইগুড়ি থানা পুলিশ এই খবর পেয়ে প্রধাননগর থানার সঙ্গে যোগাযোগ করে।এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যুবতীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, ওই যুবতীকে দেখা করার জন্য কেউ ডেকেছিল।এরপরই সে বাসে করে শিলিগুড়িতে পৌছায়।যুবতীকে অন্য কোথাও নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল বলে জানা গিয়েছে।