জলপাইগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ ট্রেনের ভাড়া কমানোর দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেস কমিটি।বুধবার জলপাইগুড়ি টাউন স্টেশনে স্টেশন মাস্টারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল নেতা-কর্মীরা।
জানা গিয়েছে, প্রতিদিনই স্টেশন চত্বরে যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বচসা হচ্ছে বলে অভিযোগ।হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের ভাড়া ৩৫ টাকা করে নেওয়া হচ্ছে।
যুব তৃণমূলের দাবি, ট্রেন চললেও সাধারণ মানুষের কোন সুবিধে হচ্ছে না।উল্টে যাত্রীরা সমস্যায় পড়েছেন।কারণ হলদিবাড়ি থেকে প্রচুর মানুষ জলপাইগুড়িতে যাতায়াত করেন।তাঁরা খুবই সমস্যায় পড়েছেন।এই কারণে এদিন জলপাইগুড়ি যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জলপাইগুড়ি রেল স্টেশনে বিক্ষোভ দেখানো হয়।
জলপাইগুড়ি তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, বয়স্কদের ট্রেনের যাতায়াতের সুযোগ, ট্রেনের ভাড়া কমানো সহ বেশকিছু দাবি তুলে দেওয়া হল।৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবো।
এদিকে স্টেশন কর্তৃপক্ষ জানিয়ছেন, যুব তৃণমূলের বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।