জলপাইগুড়ি, ২১ জুলাইঃ জলপাইগুড়ি পৌরসভা এলাকায় একদিনে করোনায় আক্রান্ত ১০ জন। শহরে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জানান, গত ৫ দিনে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন। শহরে লকডাউন থাকলেও মানুষ এখনও সচেতন নয়। আজ একদিনে ১০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি স্টেট ব্যাঙ্কের এক মহিলা কর্মী, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের এক বিচারাধীন বন্দী।
আগামী ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্কের শাখা। আক্রান্ত সকলকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে। অন্যদিকে, ২৪ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে শিলিগুড়ির ডিসান কোভিড হাসপাতালে মারা যান। আজকের করোনা আক্রান্তের সংখ্যা দেখে উদ্বেগ প্রকাশ করেন তিনি।