জলপাইগুড়ি, ২৭ অক্টোবরঃ কলকাতায় শ্রীভূমির দুর্গাপুজোর প্যান্ডেল বুর্জ খলিফা সারা ফেলেছিল রাজ্যে।কলকাতার পর বুর্জ খলিফা এবারে জলপাইগুড়ির কালীপুজোতেও।
পৃথিবীর সবোর্চ্চ বিল্ডিং বুর্জ খলিফার আদলে পুজো মন্ডপ তৈরী হচ্ছে জলপাইগুড়ির গোমস্তাপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের।এই ক্লাবের কালীপুজো ৫৬তম বর্ষে পদার্পণ করছে।
এই বিষয়ে ক্লাবের সম্পাদক রাজেশ মন্ডল বলেন, বুর্জ খলিফার আদলে তৈরী হয়েছিল কলকাতার শ্রীভূমির দূর্গা পুজোর প্যান্ডেল।সেই বুর্জ খলিফার আদলে তৈরী হচ্ছে তাদের কালীপুজোর মণ্ডপ।প্রশাসনের নিয়ম মেনেই প্যান্ডেলের উচ্চতা রাখা হয়েছে।শিলিগুড়ি এবং কলকাতার যৌথ সমন্বয়ে লাইটিং শো এর মাধ্যমে বুর্জ খলিফা তৈরি হচ্ছে।বাজেট রাখা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।কোভিড বিধি মেনেই পুজো হবে।জোর কদমে প্যান্ডেলের কাজ হচ্ছে বলে জানান তিনি।