জলপাইগুড়ি, ২০ এপ্রিল: জলপাইগুড়ির রায়পুর চা বাগানে জোড়া বাইসনের তাণ্ডব। প্রাণ গেল এক বৃদ্ধার, আহত একাধিক।
রবিবার সকালে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে দুটি বাইসন ঢুকে পড়ে। চা বাগানে উপস্থিত শ্রমিক ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইসন দুটির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬০ বছর বয়সী দেওমানি বরাইক নামে এক বৃদ্ধার।বাইসনের হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের আধিকারিকরা। বনকর্মীরা বাইসন দুটিকে বাগে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।