জলপাইগুড়ি,৪ মার্চঃ ভাঙা রাস্তা সারাই এর কাজ শুরু করল পৌরসভা। আমরুত প্রকল্পে জলপাইগুড়ি পৌরসভা তিস্তা ক্যানেল থেকে জলপাইগুড়ি শহরকে বিশুদ্ধ জল দেওয়ার জন্য প্রায় দেড় বছর থেকে পৌরসভার ২৫ টি ওয়ার্ডে চলেছিল পাইপ বসানোর কাজ। জলপাইগুড়ি পৌরসভার সবকটি ওয়ার্ডে মাটির নিচে পাইপ বসানোর ফলে রাস্তার ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে অনেক রাস্তা। অসুবিধায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষ।
জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা খরচ করে সবকটি ওয়ার্ডে রাস্তা রিপেয়ারিং এর কাজ শুরু হল। প্রথম দিনে শুরু হল ৮ নম্বর এলাকায় রিপেয়ারিং এর কাজ। এরপর পুরসভার সবকয়টি ওয়ার্ডে এই রাস্তা রিপেয়ারিং এর কাজ হবে বলে জানা গিয়েছে।