জলপাইগুড়ি, ১৯ জানুয়ারিঃ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে জলপাইগুড়িতে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।
সোমবার বিক্ষোভ মিছিল করে জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে জমায়েত করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিন আন্দোলনের নেতৃত্ব দেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয়কুমার রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
এই বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লক সভাপতি অর্জুন দাস বলেন, সারা রাজ্য জুড়ে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন নিয়ম করে মানুষকে হয়রানি করছে বিজেপি ও নির্বাচন কমিশন।বহু মানুষ আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। মানুষের ওপর এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে বলে দাবি জানান তিনি।
