জলপাইগুড়ি, ১৫ নভেম্বরঃ জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের।
জানা গিয়েছে, শুক্রবার রাত ১১ নাগাদ জলপাইগুড়ির বালাপাড়া সংলগ্ন তিস্তা সেতুর উপর দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে ছিটকে পড়ে তিন আরোহী।ঘটনার পর দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করে।
এদিকে ঘটনার পর বাইকে থাকা আরেকজন নিখোঁজ হয়ে যায়।আজ সকালে তিস্তা সেতুর নীচে নদী থেকে উদ্ধার হয় তার দেহ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
