জলপাইগুড়ি, ১ এপ্রিলঃ জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে আহত গ্রামবাসীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এরপর ময়নাগুড়িতে গিয়ে ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করেন তিনি।
সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান শুভেন্দু অধিকারী।সেখানে আহত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে হাসপাতালে শুভেন্দু অধিকারী থাকাকালীন আউটডোরের গেট বন্ধ থাকায় বিক্ষোভ দেখান তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা।তাদের অভিযোগ, রাজনীতি করতে এসেছেন শুভেন্দু অধিকারী।এরফলে রোগীদের সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলেন।
আহতদের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা খুব ভাল কাজ করছেন।সারা রাত তারা কাজ করছেন।জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।
হাসপাতাল থেকে ময়নাগুড়িতে ক্ষতিগ্রস্থ গ্রামে যান শুভেন্দু অধিকারী।ক্ষতিগ্রস্থ গ্রাম ঘুরে দেখার পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।চিকিৎসা চলছে সকলের।তবে আউরডোর বন্ধ ছিল কিনা জানা নেই বলে জানান তিনি।