জলপাইগুড়ি, ২৮ জুনঃ স্বামী ও স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। শনিবার সকালে জলপাইগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ার ঘটনা।মৃত দুজনের নাম নন্দিনী রাউত(৩০) এবং সানি রাউত(৩৫)।স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, সানি রাউত জলপাইগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লির বাসিন্দা হলেও, প্রায়ই স্ত্রীর সঙ্গে দেখা করতে ডাঙ্গাপাড়ায় শ্বশুরবাড়িতে আসতেন।শুক্রবার রাতেও ডাঙ্গাপাড়ার বাড়িতেই ছিলেন। শনিবার সকালে নন্দিনীর মা শিলিগুড়ি থেকে এসে দরজা খোলা দেখে ঘরে ঢোকেন এবং সঙ্গে সঙ্গেই কান্নাকাটি শুরু করেন।তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
ঘরে ঢুকেই দেখতে পান সানি রাউত ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং নন্দিনী রাউত অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছে।এরপরই খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রতিবেশীদের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটত।স্থানীয়দের দাবী, স্ত্রীর উপর সন্দেহ করতেন সানি, যা থেকেই অশান্তি লেগেই থাকত।দাম্পত্য কলহের জেরেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী এমনটাই অনুমান করা হচ্ছে।
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান, দেহ দুটি ময়নাতদন্তের পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।