জলপাইগুড়ি, ২০ নভেম্বরঃ ফের লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক।জলপাইগুড়ি রানীনগর সংলগ্ন ছোবাভিটা এলাকার ঘটনা।চিতাবাঘের আতঙ্কে বন্ধ চা পাতা তোলার কাজ।
স্থানীয় বাসিন্দা গজেন্দ্রনাথ রায় জানান, আজ সকালে বাগানে চা পাতা তোলার সময় শ্রমিকরা চিতাবাঘ দেখতে পায়।এরপরই খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বেলাকোবা স্কোয়াডের কর্মীরা।
এই বিষয়ে বেলাকোবা স্কোয়াড এর কর্মী সাইমুল হক জানান, আমাদের কাছে খবর আসে চা বাগানে চিতাবাঘ বেরিয়েছে।সেই মত চা বাগান থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছি।তবে চিতাবাঘটিকে এখনও দেখা যায়নি।খাঁচা পাতার চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।