জলপাইগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হল জলপাইগুড়ি সদর হাসপাতালে।মৃত ওই শিশুর নাম কাবেরী রায়(৬)।শিশুটি কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওই শিশুকে গুরুতর অবস্থায় সোমবার হাসপাতালের শিশুবিভাগে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।জ্বর ও নিমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এদিন মৃত শিশুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই মুহূর্তে জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশুবিভাগে ১০২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।বেশিরভাগ শিশুর জ্বর সহ অনান্য উপসর্গ রয়েছে।যদিও চিকিৎসাধীন থাকা শিশুদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গিয়েছে।