জলপাইগুড়ি, ২ ডিসেম্বরঃ বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবীতে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল করলো হিন্দু জাগরণ মঞ্চ।
সোমবার হিন্দু জাগরণ মঞ্চ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে বাবুঘাট থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে।পরবর্তীতে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা জানান, মিছিলের মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি জানালাম।দ্রুত এই বিষয়ে পদক্ষেপ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেন তারা।