জলপাইগুড়ি, ৬ অক্টোবরঃ জলপাইগুড়িতে পৌর এলাকার দূর্গা পূজা কমিটিগুলিকে নিয়ে বৈঠক সারল জেলা প্রশাসন।বুধবার পৌরসভার প্রয়াস হল ঘরে বৈঠকটি হয়।
এদিনের বৈঠকে পুজো কমিটিগুলির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজো কমিটিগুলিকে পুজো করার আবেদন করা হয়েছে।পুজো কমিটিগুলিকে খোলামেলা মন্ডপ করতে হবে,পুজো মন্ডপে স্যানিটাইজার ও মাস্ক রাখতে হবে, পুজো উদ্বোধন কর্মসূচিতে ভিড় করা যাবে না, পুজো করার আবেদন অনলাইনে করতে হবে এছাড়াও পুজোর দিনগুলিতে মাইকে সচেতনতা প্রচার সহ অন্যান্য বিধিনিষেধ মানতে হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মণ্ডল, ডিএসপি হেড কোয়ার্টার প্রদীপ সরকার, ডিএসপি ট্রাফিক মলয় দাস, আইসি বিপুল সিংহ,পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, সদর মহকুমাশাসক রঞ্জন দাস, বিদ্যুৎ ও দমকলের প্রতিনিধি ও অনান্যরা।