জলপাইগুড়ি, ৬ আগস্টঃ করোনার জেরে বন্ধ রয়েছে বিদ্যালয়।তবে এবার বিদ্যালয় পৌঁছাবে ছাত্র-ছাত্রীদের কাছেই।এমনটাই উদ্যোগ গ্রহণ করেছে জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশন।শুক্রবার ‘শিক্ষার পরশ’ নামে একটি ভ্রাম্যমান বাসের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, বাসটিতে বইপত্র সহ শিক্ষার বিভিন্ন সামগ্রী থাকবে। এছাড়াও থাকবেন দুজন করে শিক্ষক।জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকায় যেখানে ইন্টারনেট ব্যবস্থা নেই সেইসমস্ত এলাকার ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেবেন শিক্ষকেরা।পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই সুবিধা পাবে বলে জানান তিনি।