জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ ৫১ ফুটের সরস্বতী প্রতিমা দিয়ে এবছর পুজো হচ্ছে জলপাইগুড়িতে।জোর কদমে চলছে চূড়ান্ত পর্বে প্রতিমা গড়ার কাজ।
জানা গিয়েছে, গোমস্তা পাড়ায় স্টুডেন্টস অফ জলপাইগুড়ির উদ্যোগে তৈরি হচ্ছে বিশাল আকার সরস্বতী প্রতিমা।এত বড় সরস্বতী প্রতিমা উত্তরবঙ্গ তথা রাজ্যে এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের।
আমেরিকায় ১৬ ফুটের স্থায়ী সরস্বতীর মূর্তি রয়েছে। তারই আদলে জলপাইগুড়িতে এমন মূর্তি তৈরি করে সরস্বতী পুজো করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।জোর কদমে চলছে রং তুলির কাজ।এখন থেকেই দূর দুরান্ত থেকে বহু মানুষ এই সরস্বতী প্রতিমা দেখতে ভিড় করছেন।
মৃৎশিল্পী বিনয় পাল জানান, এর আগে নাওয়াপাড়া এলাকায় ৪৫ ফুটের কালী প্রতিমার কাজ করেছিলাম। কাজটি খুবই প্রশংসিত হয়েছে। এবার ছাত্র-ছাত্রীদের অনুরোধে ৫১ ফুটের মূর্তি করছি।এত বড় মূর্তি এই প্রথম করছি। কাজটি করে খুবই ভালো লাগছে বলে জানান তিনি।