জলপাইগুড়ি ২১ আগস্টঃ বহুতলের একাংশ ভেঙে বিপত্তি জলপাইগুড়িতে।জলপাইগুড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সমাজপাড়া মোড়ের ঘটনা।
জানা গিয়েছে, সমাজপাড়া মোড় এলাকায় মুক্তা ভবন নামে একটি বহু প্রাচীন বহুতল রয়েছে।মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ ছয়তলা সেই ভবনের তিনতলার কার্ণিশ থেকে বড় বড় চাঙর ভেঙ্গে নীচে থাকা একটি পানের দোকানের উপর এবং রাস্তায় পড়ে যায়।অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেখানে থাকা বেশকয়েকজন।
খবর পেয়েই পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গিয়েছে, ছয়তলা ওই প্রাচীন বহুতলটির বর্তমান অবস্থা জরাজীর্ণ।এই বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, বাস্তুকারদের সঙ্গে নিয়ে ওই বহুতলের অবস্থা খতিয়ে দেখা হবে এবং বহুতলের মালিকপক্ষকে ফের নোটিশ করা হবে এবং প্রয়োজনে কড়া আইনি পদক্ষেপ করা হবে।