নারী সুরক্ষায় জলপাইগুড়িতেও গঠিত হল ‘উইনার্স’

জলপাইগুড়ি, ২৪ মেঃ নারী সুরক্ষায় জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে গঠিত হল উইনার্স বাহিনী।


জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এই বিশেষ দল গঠন করা হল। পুলিশের এই বিশেষ দলে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশকর্মী রয়েছেন।যে কোন ঘটনায় পৌঁছে যাবে এই উইনার্স বাহিনী।ইতিমধ্যেই একটি নম্বর জারি করা হয়েছে।9083270517 নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

মঙ্গলবার জেলা পুলিশের তরফে থানা মোড়ে একটি কর্মসূচির মধ্য দিয়ে বাহিনীর উদ্বোধন করা হয়।এদিন উইনার্স বাহিনীর মহিলাদের স্কুটি তুলে দেয়।সেই গাড়িতে করে ইভটিজিং ও অসামাজিক কাজ রুখতে টহল দেবে উইনার্স বাহিনী।


এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, ডিআইজি (জলপাইগুড়ি রেঞ্জ) অমিত পি জাভালগি, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, এসডিও সুদীপ পাল ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş