জলপাইগুড়ি,৫মার্চঃ শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা হতে চলেছে জলপাইগুড়ি আনন্দচন্দ্র সায়েন্স ও আর্টস কলেজে। শেখানো হবে ইংরেজি লেখার সৃজনশীলতা। বিভিন্ন দেশের অধ্যাপকরা থাকছেন জলপাইগুড়ি কলেজে। পাশাপাশি থাকছেন ভারতের খ্যাতনামা অধ্যাপকরাও। তারা হাতে কলমে শেখাবেন ইংরেজি। ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে ইংরেজি লেখা শেখাতে বাংলাদেশের দুই অধ্যাপক জলপাইগুড়িতে আসবেন।
আজ আনন্দচন্দ্র কলেজের আলোচনা কক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের সভাপতি আব্দুল রজ্জাক জানান, আগামী ১৩ ও ১৪ মার্চ হবে এই ওয়ার্কশপ।
এই সাংবাদিক সম্মেলনে কলেজের সভাপতি ছাড়াও কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।