শিলিগুড়ি, ৫ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের উচ্ছেদ অভিযান লাগাতার চলছেই।সোমবার তিনবাত্তি মোড় থেকে জলপাই মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হল।ভেঙে দেওয়া হল রাস্তা ও ড্রেনের উপরে থাকা সমস্ত অবৈধ দোকান।
জানা গিয়েছে, সোমবার সকাল থেকে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরনিগমের কর্মীরা।এই অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।বিক্ষোভ দেখাতে থাকেন তারা।এদিকে জলপাই মোড়ে উচ্ছেদ অভিযান চালানোর সময় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুর কর্মীদের।বন্ধ করে দেওয়া হয় অভিযান।পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ফের অভিযান শুরু হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, নোটিশ না দিয়েই পুরনিগম অভিযান চালিয়েছে।দোকান সরিয়ে নেওয়ার সময় পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।