কোচবিহার, ১ আগস্টঃ জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে জল ঢালতে যাবার পথে জেনারেটরে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হল ১০ জন পূণ্যার্থীর।আহত প্রায় ১৬ জন।রবিবার গভীর রাতে চ্যাংরাবান্ধা এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় ২৫-৩০ জন পুণ্যার্থী একটি পিকআপ ভ্যানে করে জল্পেশ মন্দিরে যাচ্ছিলেন।গভীর রাতে চ্যাংরাবান্ধার ধরলা সেতু পার হওয়ার পর জেনারেটর থেকে গাড়িতে শর্ট সার্কিট হয়।এরপরই অসুস্থ হয়ে পড়েন পুণ্যার্থীরা।গাড়ির চালক তড়িঘড়ি তাদের চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যান।সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মৃতরা হল শুভঙ্কর বর্মন, স্বপন বর্মন, বাদল বর্মন, বিশাল তির্কি, বিভাশ বর্মন, বিক্রম বৈশ্য, বাপী বর্মন, লক্ষ্মণ বর্মন, মানব বর্মন এবং সুশান্ত বর্মন।প্রত্যেকে শীতলকুচি বিধানসভা এলাকার বাসিন্দা।বর্তমানে আহতরা জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
এই ঘটনার শীতলকুচি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবার।কেউ হারিয়েছেন নিজের ছেলে, কেউ আবার নিজের দাদা ভাইকে।