জলপাইগুড়ি, ২৯ জুলাইঃ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল্পেশ মন্দিরে উপচে পড়লো পুর্ণ্যার্থীদের ভিড়।
রবিবার রাত থেকেই জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার সহ পাশ্ববর্তী বিভিন্ন রাজ্যে থেকেও ভক্তদের সমাগম দেখা যায় জল্পেশ মন্দিরে।প্রতিবছরের মত এবছরও ময়নাগুড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে জরদা নদীর পারে জল্পেশ শিবধামে শ্রাবণী মেলা বসেছে।গত বছর মন্দিরের বাইরে থেকেই জল ঢেলেছিলেন পুর্ণ্যার্থীরা।তবে এবছর মূল মন্দিরের গর্ভগৃহে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে।
এই বিষয়ে কোচবিহার থেকে আসা এক পুর্ণ্যার্থী জানান, আজ ভোররাতে কোচবিহার থেকে বেশকয়েকজন মিলে জল্পেশ মন্দিরে এসেছি।পুজো দিলাম, এখানে এসে খুব ভালো লাগছে। ব্যবস্থা ভালো রয়েছে। গতবছর বাইরে থেকে জল ঢেলেছিলাম এবারে গর্ভগৃহে গিয়ে জল ঢালতে পেরে খুব ভালো লাগলো।