ময়নাগুড়ি, ৭ আগস্টঃ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে জল্পেশ মন্দিরে ভিড় পুণ্যার্থীদের।রবিবার রাত থেকেই জলপাইগুড়ি, শিলিগুড়ি,কোচবিহার সহ পাশ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও ভক্তদের সমাগম হয়েছে।
প্রতি বছরের মত এবছরও ময়নাগুড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে জরদা নদীর পারে জল্পেশ শিবধামে শ্রাবণী মেলা বসেছে। তবে গত বছরের মতো এবারও মন্দিরের বাইরে থেকেই জল ঢালছেন পুন্যার্থীরা।সেই জল লোহার পাতের মাধ্যমে শিবলিঙ্গে পৌঁছে যাচ্ছে।সেই ছবি দেখার জন্য লাগানো হয়েছে বড় এলসিডি স্ক্রিন।
এদিন অসম থেকে আসা এক পুণ্যার্থী জানান, আজ ভোরে অসম থেকে বেশকয়েকজন মিলে জল্পেশ মন্দিরে এসেছি।পুজো দিলাম এখানে এসে খুব ভালো লাগছে।
অন্যদিকে আরেক পুণ্যার্থী তন্ময় মোদক জানান, প্রতিবছর জল্পেশ মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালি। এখানে ব্যবস্থা ভালো রয়েছে।কিন্তু এবারেও গতবারের মত বাইরে থেকেই জল ঢালতে হচ্ছে। মন্দিরের গর্ভগহে গিয়ে জল ঢালতে পারলে বেশি ভালো লাগতো।