চাকুলিয়া, ৪ সেপ্টেম্বরঃ শ্বশুরবাড়ির কাছে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মির্জাতপুর এলাকায়।মৃতের নাম মহম্মদ গোলাম(২৫)।বাড়ি চাকুলিয়া থানার খিকিটোলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মহম্মদ গোলাম তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যান।এরপর আজ সকালে শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।