শিলিগুড়ি, ১৬ জুনঃ আজ জামাইষষ্ঠী।আর এইদিনে বাঙালির ঘরে ইলিশ হবে না।তা হয় নাকি? বুধবার সকাল থেকেই বাজারগুলিতে নানা ওজনের ইলিশ আনা হয়েছিল।কিন্তু দামের জেরে অনেকেরই পকেট ফাঁকা হতে সময় লাগলো না।১ কেজি ওজনের ইলিশের দাম ছিল প্রায় ১৪০০-১৬০০ টাকা পর্যন্ত।কোথাও সেই দাম আরও বেশী ছিল।দাম শুনে অনেক জামাই ও শ্বশুর ইলিশ না কিনেই বাড়ি ফিরলেন।আবার কিছু মানুষ দাম বেশী হলেও শেষমেষ ইলিশ কিনেই ফেললেন।
এদিকে করোনার জেরেও জামাইষষ্ঠীর বাজারে ছিল মন্দা।ফল থেকে শুরু করে মাছ, মাংস সব বাজারের ভিড় অন্যান্যবারের তুলনায় ভিড় কম ছিল।
মাছ বিক্রেতারা জানান, এবার করোনার জন্য মাছের আমদানিও কম।সেকারণে দামও অনেক বেশী রয়েছে মাছের।শুধু ইলিশ নয়, অন্যান্য সব মাছেরই দাম কেজিতে অন্যান্যদিনের তুলনায় কিছুটা বেশী ছিল।