শিলিগুড়ি, ২৮ মেঃ কোভিড-১৯ এর আতঙ্ক জামাইষষ্ঠীর প্রায় সব বাজারেই ফেলল প্রভাব।বাদ পড়েনি মিষ্টির দোকানও। বাঙালীর যে কোনো উৎসবে শেষপাতে মিষ্টি থাকতেই হবে।
তবে এবারের জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে আসতে পারছেন না অনেক জামাই। তাই সামান্য কিছু মিষ্টি, দই কিনেই খুশি থাকছেন বাঙালি।
মিষ্টি বিক্রেতারা জানান, একদিকে যেমন জামাইয়েরা আসছেন না। তেমনই আর্থিক সংকটও রয়েছে। তাই সবমিলিয়ে এই জামাইষষ্ঠীতে মিষ্টির বাজারও তেমন সাড়া ফেলতে পারল না।