শিলিগুড়ি, ২৮ অক্টোবরঃ শ্যামা মায়ের আরাধনায় শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে দিকে দিকে।জামদানি শাড়ি দিয়ে পুজো মন্ডপ তৈরি করে এবারে নজর কাড়তে চলেছে শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাব।
প্রতিবছর বিবেকানন্দ ক্লাব নিত্যনতুন থিমের মধ্য দিয়ে শহরবাসীর নজর কাড়ে।এবারও তার অন্যথা হবে না।৭৭ তম বর্ষে এবছর তাদের বিশেষ আকর্ষণ জামদানি শাড়ি দিয়ে তৈরি পুজো মণ্ডপ।
এছাড়া প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক।মূলত জামদানি শাড়ির ঐতিহ্যকে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যোক্তাদের।এই পুজো মন্ডপ শহরবাসীর নজর কাড়বে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা।