রাজগঞ্জ, ৯ ডিসেম্বরঃ পূর্ব-পশ্চিম মহাসড়কের জমিদাতাদের ক্ষতিপূরণের দাবিতে সভা করল ভারতীয় রাজবংশী সংগঠন।বৃহস্পতিবার ফুলবাড়ির পথের সাথীতে এই সভা করা হয়।
জানা গিয়েছে, জমিজটের কারণে বেশকয়েক জায়গায় মহাসড়ক নির্মাণের কাজ থমকে রয়েছে।সম্প্রতি ধূপগুড়ি ও ময়নাগুড়ি এলাকার জমিজট মিটে গেলেও রাজগঞ্জের ফুলবাড়ি এলাকার জমিজট নিয়ে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।ফলে জটিয়াকালী মোড় থেকে ফুলবাড়ি ব্যারেজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার কাজ থমকে আছে।
ভারতীয় রাজবংশী সংগঠনের সভাপতি রমেশ বর্মন বলেন, পূর্ব-পশ্চিম মহাসড়ক তৈরির জন্য জমি দিয়েও অনেক জমিদাতা এখনও ক্ষতিপূরণ পায়নি।রাজগঞ্জের ফুলবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আরও বেশি।তাই অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।