শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে জমজমাট শেষ মূহুর্তের ভোট প্রচার।বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করছেন বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা।
বুধবার বর্ণাঢ্য মিছিল করে জমজমাট নির্বাচনী প্রচার করলেন ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।এদিন মিছিল ঘিরে ছিল সাজোসাজো রব।কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসবের মেজাজ।
এদিন ৩৩ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয় বর্নাঢ্য মিছিল।মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।ওয়ার্ডবাসীকে ভোট দেওয়ার আবেদন জানান গৌতম দেব।