শিলিগুড়ি,২২ মার্চঃ করোনা মোকাবিলায় আজ ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়েছেন শহরবাসী।
অন্যান্য দিনের তুলনায় আজ শহরের সকালের চিত্রটা ঠিক উল্টো।ব্যস্ত শহর আজ শুনশান।রাস্তায় দেখা নেই সাধারণ মানুষের।গাড়ির সংখ্যাও হাতেগোনা।বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট।এছাড়াও বন্ধ রয়েছে শিলিগুড়ির ব্যস্ততম বিধানমার্কেট।আগামী মঙ্গলবার পর্যন্ত বিধানমার্কেটের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে বলেই জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে শিলিগুড়ি জংশন থেকে সরকারী বাস পরিষেবা চালু থাকলেও যাত্রী সংখ্যা খুবই কম।জনতা কার্ফুর জেরে বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন।যে কারণে আজ এনজেপি স্টেশন চত্বরে যাত্রী সংখ্যা খুবই কম।
অন্যদিকে রাস্তায় অটো ও টোটোর দেখা নেই বললেই চলে।বিশেষ কাজ ছাড়া আজ আর কাউকেই বাড়ির বাইরে বেরোতে দেখা যাচ্ছে না।‘জনতা কার্ফু’র ডাকে সাড়া দিয়ে ঘরবন্দী রয়েছেন সাধারণ মানুষ।ফাঁকা রয়েছে শহরের মূল রাস্তাগুলি।তবে জরুরী পরিষেবার সাথে জড়িত যারা রয়েছেন যেসব কর্মীরা রয়েছেন তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে।